ABOUT US

হাসি উপহার টিম এর উৎপত্তি: ২০১৪ ও ২০১৬ ব্যাচের রুপদিয়া স্কুল ও কলেজের কিছু বন্ধু মিলে এইটা শুরু করে।২০১৭ সাল থেকে আনুষ্ঠানিক কাজ শুরু হয়ে এখনো চলমান।৮ম বারের মত কাজ শেষ করেছে এইবার।

কাজের সময়: মেইনলি প্রতি বছর রোজার ইদ ( ইদুল ফিতর) এ কাজ করি। কোরবানির ইদে ( ইদুল আযহা)  ভিন্ন ভিন্ন মাদ্রাসাতে একটা ইভেন্ট করা হয়।আমাদের অধিকাংশ সদস্য বাইরে থাকে,পড়াশুনা করে এইজন্য সারা বছর রান করা সম্ভব হয়না।তবে এখন এলাকার বিভিন্ন উন্নয়ন মুলক কাজ যেমন বাজার পরিষ্কার, বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যার্তদেন ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাজ করে যাচ্ছে।

আমাদের উদ্দেশ্য : ইদের সময় সুবিধাবঞ্চিত শিশুদের কাপড় প্রদান,অসহায় পরিবারে ইদের বাজার প্রদান।

কাজের পরিধি: যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন, কচুয়া ইউনিয়নের কিছু অংশ। 

টাকা কালেকশনের মাধ্যম : নরেন্দ্রপুর ইউনিয়নের সব স্কুল, মাদ্রাসা, কলেজ কালেকশন, কচুয়া ইউনিয়নের কিছু স্কুল কালেকশন, সমাজের বিভিন্ন বিত্তবান লোক,আমাদের ইউনিয়ন থেকে প্রবাসে থাকে এমন মানুষ, এবং আমাদের মেম্বার রা।

সদস্য সংখ্যা : বর্তমানে ৫০+ সদস্য আছে,এবং ২০+ এক্টিভ সদস্য আছে যারা সব সময় কাজ করে যাচ্ছে।

এভাবেই চলতেছে আমাদের সকলের ভালবাসার হাসি উপহার। আশা করি সকলে আমাদের সাথে থেকে আমাদের সহযোগিতা করবেন,আমাদের জন্য দোয়া করবেন।