সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আমরা

হাসি উপহার

একটি অলাভজনক ও অরাজনৈতিক সংস্থা। হতদরিদ্র মানুষের পাশে দাড়ানো, পথশিশুদের মুখে হাসি ফোটানো এবং সামাজিক উন্নয়নে অবদান রাখাই আমাদের মূখ্য উদ্দেশ্য।

+880 1984 101 315
+880 1862 901 726

যারা নিজেদের ধন-সম্পদ রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে তাদের প্রতিদান তাদের রব-এর নিকট রয়েছে। আর তাদের কোন ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না।

সূরা আল বাকারা (২:২৭৪)

Current Events

বন্যা কবলিত মানুষের পাশে আমরা

আসুন বন্যার্তদের সহয়তায় সবাই যার যার জায়গা থেকে এগিয়ে আসি। আজকে থেকে শুরু হয়েছে আমাদের টিমের ফান্ড রাইজিং। আপনার সাহায্য পৌঁছে যাবে বন্যা কবলিত ভাই বোনদের দ্বারপ্রান্তে,অনুদানের অর্থে কেনা হবে তাদের জন্য খাবার,পানি,স্যালাইন ও ঔষুধ।

Let’s Clean Rupdia

হাসি উপহার টিমের উদ্যোগে “Let’s Clean Rupdia, Keep Clean Rupdia” ক্যাম্পেইনের ২য় দিনের কার্যক্রম শুরু হবে আগামীকাল (১০.০৮.২৪, শনিবার) সকাল ৯ টায়।

Meet the founding members

তাদের হাত ধরে আমাদের পথচলা

President's speech
হাসি উপহার হলো একটি সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। যারা প্রতিবছর ঈদে সুবিধা বঞ্চিত শিশুদের জন্য কাজ করে থাকে। ঈদ মানে আনন্দ। আর শিশুদের ঈদের আনন্দ নতুন জামা কাপড়ে। কিন্তু আমাদের গ্রাম ও মফস্বলে অনেক অস্বচ্ছল ও দরিদ্র পরিবার আছে, এসব পরিবারের শিশুরা ঈদে নতুন জামা কাপড় পায় না বা দারিদ্র্যতার জন্য কিনতে পারে না। কিন্তু ঈদের আনন্দ তো সবার জন্য। নতুন জামা-কাপড়ের বৈষম্যের জন্য দরিদ্র পরিবারের নিষ্পাপ শিশুদের ঈদে আর আনন্দ হয় না। এসব সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোই হাসি উপহার টিমের মূল উদ্দেশ্য। এছাড়া, অস্বচ্ছল পরিবারে অভাব অনটনের জন্য ঈদের আনন্দে পরিপূর্ণতা পায় না। এসব পরিবারগুলোতে হাসি উপহার পৌঁছে দেয় ঈদের বাজার। তাই আসুন সমাজের সমাজের সকল অসঙ্গতি,ভেদাভেদ ভুলে আমরা সবাই একসাথে কাজ করি।সকলকে অনুরোধ করবো আমাদের মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করে পাশে থাকবেন।
জিহাদ হোসাইন
সভাপতি, হাসি উপহার।